আমাদের কথা খুঁজে নিন

   

লালনের মত এন্টি রেসিস্ট কেউই নয়!

একসময় দেখলাম, সবই কল্পনা, বাস্তবতায় শূন্য পৃথিবী। বাউলেরা ছিলেন অশিক্ষিত। আমি বলি তারাই সবথেকে বেশি শিক্ষিত ছিল। পড়াশোনা করে আমরা যে শিক্ষিত হই, এ শিক্ষার দাম তিন-আনাও নয়। বাউলেরা শিক্ষা নিত প্রকৃতির কাছে, মানুষের কাছে।

তাই কি তাদের সৃষ্টির পরতে পরতে লেগে থাকত, সৃষ্টির বন্দনা, মানুষের বেদনা সুখ, আর অপার প্রকৃতি। কেউ বলতে পারেন, এর থেকে একটা এন্টি রেসিস্ট গান, দুনিয়ার কেউ, কোথাও লিখেছেন কিনা? আমার অন্তত জানা নেই! জয় লালনের জয়! জাত গেল জাত গেল বলে একি আজব কারখানা সত্য কাজে কেউ নয় রাজি সবি দেখি তা না-না-না। । আসবার কালে কি জাত ছিলে এসে তুমি কি জাত নিলে, কি জাত হবা যাবার কালে সে কথা ভেবে বল না। ।

ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি এক জলেই সব হয় গো শুচি, দেখে শুনে হয় না রুচি যমে তো কাকেও ছাড়বে না। । গোপনে যে বেশ্যার ভাত খায়, তাতে ধর্মের কি ক্ষতি হয়। লালন বলে জাত কারে কয় এ ভ্রম তো গেল না। ।

http://www.youtube.com/watch?v=Tfd4M6sheYo জাত গেল জাত গেল বলে- লালন ফকির ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।