পিণাকেতে লাগে টংকার!! বসুন্ধরার পঞ্জরো তলে!!!!
শ্রদ্ধেয় লালন সম্পর্কে কিছু জানেন না , এমন বাংলা ভাষাভাষি মানুষ নাই বললে বোধ করি অত্ত্যুক্তি করা হবে না ।
লালন এর গান নিয়ে কথা বলবার জন্যে এই ব্লগ এর সূচনা , আমি আমার ব্যাক্তিগত ধারণা ও বক্তব্যই রাখব শুধু এবং বাকি সবার অংশগ্রহণ ও আলোচনা আশা করছি।
আকার কি নিরাকার সাঁই রাব্বানা?
আহমেদ নাম এর বিচার করলে যায় জানা,
আহমেদ নাম এ দেখি , মীম হরফ লেখেন নবি
মীম গেলে আহাদ বাকি
আহমেদ নাম থাকে না ।
এ কথার অর্থ ধুড়ে , কেহ বলে লালন ধেড়ে ,
ফ্যাকড়া কিন্তু সবাই বোঝে না।
এই গান এর প্রথম পংতিতে লালন প্রশ্ন করছেন " আকার কি নিরাকার সাঁই রাব্বানা" তথা "ইশ্বর / খোদা / আল্লাহ" উনি কি আকারে আছেন ? নাকি নিরাকারে?
ইসলাম ধর্মমতে , আল্লাহ নিরাকার ।
লালন উনার এহেন প্রশ্নের উত্তর এর সন্ধানে আমাদের এই তথ্য দিলেন , অনেকটা যেন আমাদের কে চিন্তার খোরাক যোগাতে একটা বিষয় উপস্থাপন করলেন , তিনি জানালেন " আহমেদ নামের বিচার করলে যায় জানা" । তিনি আরো জানালেন যেন কিছুটা চিন্তামগ্ন হয়েই ,
" আহমেদ নাম এ দেখি , মীম হরফ লেখেন নবি
মীম গেলে আহাদ বাকি , আহমেদ নাম থাকে না "
অর্থাৎ আহমেদ হচ্ছে হযরত মুহাম্মাদ (সঃ) এর আরেকটি নাম , আর আহাদ হচ্ছে আল্লাহ এর আরেকটি নাম । এখন দেখা যাচ্ছে লালন বলছেন , "আহমেদ" এর "মীম" হরফ উঠিয়ে নিলে কেবল "আহাদ" ই থেকে যাচ্ছে। এ কথা বলা হয় সুফিতত্বে "মীম" হরফ এর সাথে মানুষ এর শরীর এর আকৃতির বেশ মিল আছে ।
লালন কি বলতে চাইছেন , আল্লাহ তথা আহাদ এর মাঝখানে মীম তথা মানুষের শরীর এর আকৃতি নিয়ে আহমেদ তথা হযরত মুহাম্মাদ (সঃ) এলেন?
লালন এহেন প্রশ্ন করে , আর দু'টো পয়েন্ট ধরিয়ে দিয়ে ফের ধ্যানে বসে কিছুটা বিণীত(!!) হয়েই বুঝি বললেন " এ কথার অর্থ ধুড়ে , কেহ বলে লালন ধেড়ে ,ফ্যাকড়া কিন্তু সবাই বোঝে না।
"
লালন কোন উত্তর দেননি , তিনি প্রশ্ন করেছেন , ভাবার জন্যে কিছু তথ্য দিয়েছেন , তারপরে নতুন কিছু ভাবতে শুরু করে দিয়েছেন।
নাকি উত্তর তিনি ঠিকই দিয়েছেন ? আমরা কি বুঝতে চাইছিনা ? নাকি বুঝতে পারছিনা? নাকি চোখ বন্ধ করে আছি ? নাকি দেখেও দেখতে পাই না ?!?
সাজ্জাদ হোসেন
সিডনি , অষ্ট্রেলিয়া
*যৌবনযাত্রায় পূর্বপ্রকাশিত
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।