আমাদের কথা খুঁজে নিন

   

লালনের গান-২

পিণাকেতে লাগে টংকার!! বসুন্ধরার পঞ্জরো তলে!!!!

শ্রদ্ধেয় লালন সম্পর্কে কিছু জানেন না , এমন বাংলা ভাষাভাষি মানুষ নাই বললে বোধ করি অত্ত্যুক্তি করা হবে না । লালন এর গান নিয়ে কথা বলবার জন্যে এই ব্লগ এর সূচনা , আমি আমার ব্যাক্তিগত ধারণা ও বক্তব্যই রাখব শুধু এবং বাকি সবার অংশগ্রহণ ও আলোচনা আশা করছি। সহজ মানুষ ভজে দেখনা রে মন দিব্যজ্ঞানে। পাবিরে অমূল্য নিধি বর্তমানে। ।

ভজ মানুষের চরণ দুটি নিত্য বস্তু হবে খাঁটি মরিলে সকল মাটি ত্বরায় এই ভেদ লউ জেনে। । ম’লে পাব বেহেস্তখানা তা শুনে তো মন মানেনা বাকির লোভে নগদ পাওনা কে ছাড়ে এই ভুবনে আসসালাতুল মেরাজুল মোমেনীনা জানতে হয় নামাজের বেনা বিশ্বাসীদের দেখাশুনা লালন কয় এ জীবনে। এ গানের প্রথম পংতিতে লালন খুব সহজ ভাবেই বলছেন , সহজ মানুষ যিনি তার ভজন-সাধনেই অমূল্য নিধি প্রাপ্তির সম্ভাবনা বর্তমান। তারপর তিনি বলছেন , ভজ মানুষের চরণ দুটি , অর্থাৎ মানুষের সাধণা কর! তিনি কি মানুষকে মানুষ হয়ে উঠতে বলছেন ? নাকি মানুষকে ভালোবাসতে বলছেন ? নাকি বিষয়টা এভাবে দেখা যেতে পারে , মানুষ হয়ে উঠতে হলে মানুষের সাধণার প্রয়োজন আছে ।

তারপর লালন বলছেন , নিত্য বস্তু হবে খাঁটি , এখানে নিত্য বস্তুর সংজ্ঞায় আমরা কি আত্নার ধারণা নিয়ে আসতে পারি না ? অর্থাৎ লালন যেন বলছেন , ভজ মানুষের চরণ দুটি , তবেই মানুষের আত্না তথা নিত্য বস্তু প্রাচুর্যমন্ডিত হবে ! তারপর লালন বলছেন ,মরিলে সকল মাটি , আর এই ভেদ, তথা গুপ্ত কিন্তু সহজ কথা দ্রুত জেনে নাও। লালন বলছেন , মরে গেলে তো সব-ই মাটি , সেথায় নিত্য বস্তুর সন্ধান কোথায় ? লালনের বক্তব্য অনুযায়ী, ম’লে পাব বেহেস্তখানা, মরে যাবার পর মানুষ বেহেস্তে অথবা দোজখে যাবে, যার যার সুকর্ম কিংবা কুকর্ম অনুযায়ী , কিন্তু সেতো মানুষ কখনো দেখেনি, মানুষের কল্পনাতেও নেই আদতেই বেহেস্ত কেমন , কি তার রূপ ? এখানে লালনের বক্তব্য অনুযায়ী , অস্থির চিত্তের মানুষ কি বেহেস্তে যাবার আশায়, পৃথিবীর সুখ-শান্তির মায়া ছেড়ে দেবে? প্রাচীন এক বাদশাহ পৃথিবিতে বেহেস্ত বানিয়েছিলেন , ইতিহাসে [!!] সেই বেহেস্ত এর নাম “সাদ্দীদ এর বেহেস্ত” বলে পরিচিত……। মানুষের চিত্ত বরাবর-ই অস্থির! আসসালাতুল মেরাজুল মোমেনিনা , অর্থাৎ নামাজ মুমিনের জন্যে মেরাজস্বরূপ , তথা নামাজের মধ্য দিয়ে মুমিন আল্লাহর নৈকট্য লাভ করেন। লালন বলছেন , জানো সেই নামাজের বেনা তথা পদ্ধতি!! লালন কি বলতে চাইছেন নামাজের বেনা জেনে তবে নামাজ পড়ো। নামাজের পদ্ধতির কথা কি সুস্পষ্ট ভাবে বর্ণিত নেই ? অবশ্যই আছে।

তবে লালন কিসের কথা বলছেন ? এই গানের প্রথম অন্তরা কি আমাদের তেমন কিছু ভাবতে বলছে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।