আমার ছোট্ট একটা কুটির তাতে দুটি চড়ুই পাখির বসবাস তাতে ছড়ানো ছিটানো খড়ের মাঝে তুমি আর আমি নির্বিঘ্নে, নির্যঝঞ্ঝাট, কিন্তু নিপাট। সামনের ছোট্ট বারান্দা এত কিছুর ভীড়েও একটা বাটিতে পানীয় রেখেছি কাঠফাটা রোদে পানি নেই কোথাও খুজে খুজে হয়রান তৃষ্ণার্ত আমি তৃষ্ণার্ত পৃথিবীর বুকে খুজে চলি একজন মানুষ যে কিনা আমাদের জন্য পানি জমিয়ে রেখেছে। পানিকষ্টের যাতনা বুঝেই এক বাটি পানি রেখেছি সেই বারান্দায় পাখিদের যেন কষ্ট না হয় পানি টুকু খেয়ে যেও তোমরা। এখানে আসতে ভয় পেলে বাড়ির ছাদে যেও সেখানেও ঠিক কোণের দিকটাতে এক বাটি পানি রেখে এসেছি শুধু তোমাদের জন্য।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।