সাপের শরীর হয়ে আঁধারের গাছ/ কুয়াশার বন্যায় ডুবো দেবী মাছ! পাখিদের হাত নেই মানুষের মত। তবুতো উড়ে যেতে পারে। পাখিদের মন নেই মানুষের মত। নাকি আছে? পাখিরা কি ভালবাসে? কে জানে ! আমাদের হাত আছে হাতের উপরে। আমাদের মনটায় আমাদের ডানা বাধা কি মানে মন, পাখিতো মানেনা। দুটি তারা ফুলের সাথে মিশে এখন যখন দিনের আলো ফুটলো রাতের কালো ঘোড়ার পিঠে ছুটলো। রাতের তারা দিনের গর্ভে দেখার অবকাশে নীল ফুলেরা ছড়িয়ে গেল মাটির সবুজ ঘাসে! বন্ধু তোমার হাতের ভেতর জমাট রক্ত ফুল সমুদ্র জল চোখের জন্য ভীষণ অপ্রতুল ফুল হাতে দেবার কষ্ট জমছে যখন চোখে জলের কনা আগুন হয়ে বুকের দোজখে! ছোট্ট ছেলে সোনালী মাছ বদ্ধ ঘরে জল রক্তজবা লুকিয়ে বুকে দারুন ঝলমল ফাগুন মাসে সজনের ফুল তারার আলোতে ছোট্ট ছেলের মন দুলে যায় সে আলোয় প্রবল! পাগলাটে চোখ আদর অপেক্ষাতে রাত বাড়ছে, বাড়ছে ভীষণ তাতে! রক্ত আলো রাতের সাথে মিশে আদর তুলে যাচ্ছে আমার হাতে। দুটি তারা ফুলের সাথে মিশে দুটো চোখের হারিয়ে গেল দিশে!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।