বর্তমানে সৃষ্ট রাজনৈতিক সংকট ও সংঘাত নিরসনে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে পারে নিম্ন প্রকারে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে------
১। সব দলের জাতীয় সংসদ সদস্যদের মধ্য হতে (সরকারী জোটের ৫জন এবং বিরোধী জোটের ৫জন) এবং জাতীয় সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত ১০ জন সদস্য নিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে।
২। বিচারক, আমলা অথবা অন্য কোন অনির্বাচিত ব্যক্তি তত্ত্বাবধায়ক সরকারের সদস্য হতে পারবেন না। কারণ অনির্বাচিত ব্যক্তির রাষ্ট্র ক্ষমতা গ্রহন ( উপদেষ্টা নামেও) সংবিধান বিরোধী।
৩। প্রধানমন্ত্রী সহ বর্তমান মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ এবং বিরোধী দলের প্রধান তত্ত্বাবধায়ক সরকারের সদস্য হতে পারবেন না।
৪। তত্ত্বাবধায়ক সরকারের কোন সরকার প্রধান থাকবেন না। সবাই রাষ্ট্রপতির অধীনে দায়িত্ব পালন করবেন এবং নির্বাচন কমিশনের চাহিদা অনুসারে নির্বাচন অনুষ্ঠানে সহায়তা দেবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।