আমাদের কথা খুঁজে নিন

   

তত্ত্বাবধায়ক ভালোবাসা!

পরিবর্তনের জন্য লেখালেখি

" ... উদ্ভুত পরিস্থিতিতে তত্ত্বাবধায়ক সরকার প্রধান বলেছেন..." ঠাস করে টিভিটা বন্ধ করতে মন চায়। সব চ্যানেলে একই খবর , শুদ্ধির অভিপ্রায় । মন চায় অভিযোজিত বাস তুমি , চূড়ার অদ্যবধি পরেই ঢালের খাস জমি । ইচ্ছে করে হাত বাড়িয়ে বুক ছুঁয়ে দেই । ইচ্ছে করে তোমার ঠোঁটে ঠোঁট রুয়ে দেই ।

ঊমমম বলে নাক গুঁজে দেই চুলে , গন্ধ নেব আসল , সূদে -মূলে । কই? যেদিকেই হাত বাড়াই , কাছে টানি , আঙুল পোড়ে তোমার খোলা পিঠে। শীতল আর দারুন অভিমানী ! এখনো বলছি, শুদ্ধ হও ছেলে ! চাইলে কিন্তু আজো সময় মেলে। খোলা পিঠেই যখন দোবো চুমি । বাষ্প হবে আলাস্কার ঐ বরফ।

তরল নাঈট্রো জ্বলবে , পুড়বে ভূমি । আমি কিন্তু চেয়ে বসবো প্রেমের ভোটার তালিকা । গভীর ছোঁয়ার বয়সী সার্টিফিকেট । ই সি হয়ে জানতে চাইবো , কে গো তোমার মালিকা? কেমনে পেলে নমিনেশন টিকেট? সুয়োমোটো আইন করেছি দেয়াল ভাঙার পণ করেছি মুখটা ফেরাও , নইলে দিলাম পীর বচন ২ বছরের জন্য স্থগিত বিয়ে নামক নির্বাচন । ৪ঠা ফেব্রুয়ারী ২০০৭ ঢাকা


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।