আমাদের কথা খুঁজে নিন

   

ভাগ্নের মায়ের প্রতিভাও কম নয়

(উপরের ছবিটি গুগল ঘেঁটে পাওয়া। ) ভাগ্নে আর ভাগ্নীদের প্রতিভার নিদর্শন আগে দেখিয়েছি। এবার আমার গুণধর ভাগ্নে যার কাছ থেকে এই গুণ পেয়েছে সেই ভাগ্নের মায়ের প্রতিভার কিছু নিদর্শন দেখাই। টিভিতে দেখে ঘরে বসে রঙীন ক্লে (নরম কাদা) বানিয়ে সেটা দিয়ে নানান জিনিস বানিয়েছে ভাগ্নের মা। ভাগ্নেরও ছোঁয়া আছে এতে।

মায়ের বানানো শোপিসগুলোর পিছনে ম্যাগনেট লাগিয়ে পুরো জিনিসটাকে ফ্রিজ ম্যাগনেট বানিয়ে ফেলেছে। এখন এগুলো আম্মার ফ্রিজগুলোর শোভাবর্ধনে ব্যস্ত। এবার দেখি কী কী বানিয়েছে মায়ে-পুতে মিলে। ১. ভাগ্নের হাতে দুইটা মরিচ। ২. ভাগ্নের আন্টিমনির হাতে মরিচ দুইটাসহ মটরশুঁটি।

৩. আমগাছে আম ধরেছে। ৪. গোলাপ ফুলের বাহার। ৫. আরও আছে গোলাপ ফুল, সেই সাথে স্টারফিশও। (নামটা আসলে সী-স্টার। ) ৬. পাকা আম, গাজর, মালটা, জাম্বুরা, মটরশুঁটি, কুমড়া আর কলার কাদিও আছে।

৭. সবশেষে ভাগ্নের তৈরী করা একটা ছবি। পানিতে রঙ গুলে তার উপর কাগজ দিয়ে ছাপ মেরে এটা বানানো। আজকের মত এটুকুই থাক।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।