আমাদের কথা খুঁজে নিন

   

ভাগ্নের আইপিএল ভাবনা



পোস্টটা আরও আগেই দেয়া উচিৎ ছিল। আইপিএল শেষ হবার এতদিন পর দেয়ার জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ক্লাস ওয়ানে পড়া ভাগ্নে ক্রিকেট কখনই দেখেনা, যদিও নিজে খেলে। আইপিএল এর প্রথম সেমি ফাইনাল খেলা শুরু হবার পর ওকে জিজ্ঞাসা করলাম তুমি কোন দল সাপোর্ট করছ। সে একবার টিভির দিকে তাকিয়েই বলল, লাল দল। আমি বললাম, আমি হলুদ, ওখানে ধোনী আছে। সে সাথে সাথে মত পাল্টে বলল, ও আমিও হলুদ, আমি ধোনীর দল সাপোর্ট করি, কারণ আমি ধোনীর লেজ খাই। পরে বুঝলাম, সে আসলে বলতে চেয়েছে, ধোনীর ছবিওয়ালা লেইজ চিপস খাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।