ভাগ্নে তখন আরও ছোট ছিল। স্কুলে মাত্র ভর্তি হয়েছে এমন সময়ের কথা। রক্তের গ্রুপ সম্পর্কে কারও কাছে কিছু একটা শুনেছিল। পরে তার নানীর কাছ থেকে এই ব্যাপারে আরও কিছু জ্ঞানার্জন করল। এটাও জানল যে তার নিজের ব্লাড গ্রুপ বি পজিটিভ।
একে একে বাসার সবার ব্লাড গ্রুপ জানল। কিন্তু মনে রাখাটা একটু মুশকিল হয়ে গেল। তখন মনে রাখার জন্য একটা পদ্ধতি বের করল। যখন তখন একেকজনকে ধরে বলত, তুমি বি পজিটিভ, তাই না?
একবার আমি বাসায় যাওয়ার পর আমার সাথে কথা বলতে বলতে (তখনও আমি ওর জ্ঞানার্জনের ব্যাপারে জানি না) হঠাৎ করে বলে উঠল,
-এ বি পজিটিভ কোথাকার!
--কী বললে?
-বলছি এ বি পজিটিভ কোথাকার!
--এটার মানে কী?
-তোমার রক্তের গ্রুপ এ বি পজিটিভ না?
--হ্যাঁ, তো?
-আমার বি পজিটিভ।
--তো কি আমার রক্ত পচা আর তোমারটা ভালো?
-হি হি হি।
কিছুদিন পর আবার গিয়েছি বাসায়, ভাগ্নে এসে বলে,
-আমাকে বি পজিটিভ এনে দাও, খাবো।
-- এইটার মানে আবার কী?
-আমি বি পজিটিভ খাবো, আমার মুখে ঘা হয়েছে।
একটু চিন্তা করে বুঝলাম, ও আচ্ছা, ভিটামিন বি কমপ্লেক্স খাবা, আচ্ছা এনে দিব। বেচারা গুলিয়ে ফেলেছিল।
আবার একটু পর বলল,
-ঐদিন যে একটা ক্যাপস্যুল খেলাম, ওটা কি বি পজিটিভ ছিল?
--বি কমপ্লেক্স বল।
-ওটা কি বি কমপ্লেক্স ছিল?
--কোন ক্যাপসুলের কথা বলছ?
-ঐ যে ডইং ডইং ক্যাপস্যুল খেলাম যে।
-- কী ক্যাপস্যুল?
-ঐ যে হাতে নিলে ডইং ডইং করে।
--ও আচ্ছা, ওটা ভিটামিন এ ক্যাপস্যুল।
ভাগ্নে আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই টারজান ওর 'ডইং ডইং ক্যাপস্যুল' নিয়ে পচানি শুরু করে দেয়ায় আর আগাতে পারল না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।