২২ মে: প্রথমবারের মতো আইপিএলের ফাইনালে গেল কলকাতা নাইট রাইডার্স। ১৬৩ রান অতিক্রম করতে পারেনি দিল্লি। ৮ উইকেটে ১৪৪ রান করে দিল্লি। ম্যান অব দ্য ম্যাচ ইউসুফ পাঠান
এর আগে দিল্লিকে ১৬৩ রানের লক্ষ্য দিয়েছে বলিউড সুপার স্টার শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স।
পুনের সুব্রত রায় সাহারা স্টেডিয়ামে টসে জিতে কলকাতা নাইট রাইডার্স নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে করে ১৬২ রান।
এক পর্যায়ে ১৬ ওভারে কলকাতার রান ছিল মাত্র ১০৬/৪। শেষ চার ওভারে ইউসুফ পাঠান এবং লক্ষ্মী শুক্লা অবিচ্ছিন্ন থেকে ৫৬ রান করলে ১৬২ রানে গিয়ে থামে কলকাতার ইনিংস।
উদ্বোধনী জুটিতে গম্ভীর এবং ম্যাককালাম ৪৮ রানের পার্টনারশীপ গড়েন। গম্ভীর ১৬ বলে ৩২ রান করে দুর্ভাগ্যজনক রান আউট হয়ে সাজঘরে ফেরেন। এরপর ম্যাককালামও এদিন ৩১ রানের বেশি এগুতে পারেননি।
গত ম্যাচে কলকাতার হয়ে খেলা ম্যাচসেরা সাকিব আল হাসান এদিন ব্যাট হাতে জ্বলে ওঠতে পারেননি। তিন বল মোকাবেলায় মাত্র ১ রান করেন সাকিব। এরপর ক্যালিস ৩০ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন।
এরপর পঞ্চম উইকেট জুটিতে ইউসুফ পাঠান ও লক্ষ্মী শুক্লা মারমুখী ভূমিকায় অবতীর্ণ হন। এই দুই ব্যাটসম্যান মাত্র ২৪ বল মোকাবেলায় ৫৬ রান করে অপরাজিত থাকেন।
ইউসুফ পাঠান ২১ বলে তিন চার ও দুই ছয়ে অপরাজিত ৪০ এবং শুক্লা মাত্র ১১ বলে তিনটি চার ও একটি ছক্কার সাহায্যে ২৪ রানে অপরাজিত থাকেন।
দিল্লির বোলারদের মধ্যে ইরফান পাঠান, উমেশ যাদব ও পাওয়ান নেগি একটি করে উইকেট নেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।