ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক নির্বাচক রঞ্জিব বিশালকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। রোববার ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তাকে নিয়োগ দেওয়া হয়।
আর গত মে মাসে স্পট ফিক্সিংয়ের অভিযোগ মাথায় নিয়ে আইপিএল চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ান লোলিত মোদি। এরপর থেকে খালিই পড়ে আছে পদটি। কদিন আগে বিসিসিআই আজীবন নিষিদ্ধ করেছে তাকে।এর আগে জাতীয় দলের বেশ কয়েকটি সফরে টিম ম্যানেজারের দায়িত্ব পেয়েছিলেন রঞ্জিব। গুন্দাপ্পা বিশ্বনাথ ও অন্তর্বর্তীকালীন বোর্ড প্রধান জগমোহন ডালমিয়াকে হটিয়ে লাভজনক এই টুর্নামেন্টের প্রধান হলেন তিনি। বর্তমানে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির সভাপতি পদে আছেন রঞ্জিব।ওড়িষার হয়ে ১৯৮৭ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছিলেন রঞ্জিব।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।