সিডন: লেবাননের সিডন শহরের উত্তর-পূর্বাঞ্চলের একটি বাড়িতে বাংলাদেশী এক গৃহপরিচারিকা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তার নাম শাহনাজ বিকা। বয়স ৩০ বছর। যে বাড়িতে তিনি কাজ করতেন, সে বাড়িতেই এ ঘটনা ঘটেছে। জানালার সঙ্গে গলায় কাপড় প্যাঁচানো অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ।
এ খবর দিয়েছে লেবাননভিত্তিক অনলাইন ডেইলি স্টার।
শাহনাজকে নিয়োগ দেয়া ব্যক্তি সোভি আল-গাজাওয়ি পুলিশকে দেয়া জবানবন্দিতে বলেছেন, বাড়ি গিয়ে তিনি ওই অবস্থায় তার মৃতদেহ পড়ে থাকতে দেখেছেন। ১৫ দিন আগেই ওই বাড়িতে কাজ নিয়েছিলেন তিনি।
তবে কি কারণে শাহনাজ আত্মহত্যা করেছেন সে সম্পর্কে কিছুই জানতে পারেনি পুলিশ। ঘটনার তদন্ত চলছে।
Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।