আমাদের কথা খুঁজে নিন

   

লেবাননে হিজবুল্লাহ নিয়ন্ত্রিত এলাকায় রকেট নিক্ষেপ

বিজয় না হওয়া পর্যন্ত সিরিয়ায় হিজবুল্লাহ লড়ে যাবে বলে দলটির নেতা ঘোষণা দেওয়ার একদিন পরই তাদের নিয়ন্ত্রিত এলাকায় রকেট হামলা চালানো হলো। তবে কারা এ হামলা চালিয়েছে তা জানা যায়নি, শেষ খবর পাওয়া পযর্ন্ত কেউ দায়িত্ব স্বীকার করেনি। নিক্ষিপ্ত রকেট দুটির মধ্যে একটি গাড়ি বিক্রয় প্রতিষ্ঠানের প্রাঙ্গণে গিয়ে পড়ে, অপর রকেটটি ৩শ’ মিটার দূরে একটি অ্যাপার্টমেন্ট ভবনে গিয়ে আঘাত হানে। দক্ষিণ বৈরুতে হিজবুল্লাহর শক্তিকেন্দ্রের কাছে চালানো এই হামলার মাত্র একদিন আগে দলটির নেতা হাসান নাসরল্লাহ বলেছেন, সিরিয়ার গৃহযুদ্ধ শেষ না হওয়া পযর্ন্ত লড়াই করতে হিজবুল্লাহ যোদ্ধারা প্রতিজ্ঞাবদ্ধ। দুই বছর ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধ প্রতিবেশি লেবাননেও প্রভাব ফেলেছে। দেশটির সুন্নিরা সিরিয়ার বিরোধী দলীয় সুন্নি বিদ্রোহীদের পাশে ও শিয়া হিজবুল্লাহ শিয়া প্রেসিডেন্ট বাশার আল আসাদের পাশে দাঁড়িয়েছে। সিরিয়ার গৃহযুদ্ধের জেরে গত সপ্তাহ জুড়ে লেবাননের উত্তরাঞ্চলীয় বন্দরনগরী ত্রিপোলিতে শিয়া ও সুন্নিদের মধ্যে এক রক্তক্ষয়ী বন্দুকযুদ্ধ হয়, এতে অন্তত ২৫ জন নিহত হয়। এর কয়েকদিন আগে সিরীয় সীমান্ত শহর কুসাইরে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে আসাদ বাহিনীর পাশাপাশি হিজবুল্লাহ গেরিলারাও অংশ নেয়। দুই পক্ষের সম্মিলিত হামলায় বিদ্রোহীরা শহরটি ছেড়ে যেতে বাধ্য

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.