আমাদের কথা খুঁজে নিন

   

মানুষ তাই ঃঃ (আমার প্রতিবাদ লেবাননে নির্মম শিশু হত্যার বিরুদ্ধে)

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

ছুটির দিন ও ছুটি নেই । দায়িত্ব পালন। দুপুরে খেতে এসে হাতে পত্রিকা নিয়ে শেষ পাতা উল্টাতেই নিথর শিশুর অসাড় রক্তাত্ব পুতুল সম পড়ে থাকা ছবিটাতে চোথ পড়তেই কেটে গেল মনের আনন্দ কষ্টের মিশ্র রেশ। কবিতা আর কি লিখব। পুথিবীর বুকে রক্তের যে বেদনা কবিতা লিখে দি্েচছ শযতানের দল তা রুদ্ধ করে দেয় ভাবনার শত পথ।

মনে হয় শুধু লিখি ............................. [রং=#990099][ইটালিক]মানুষ তাই দুটি চোখ মানুষ তাই সব দেখি। মানুষ তাই একটা মন মানুষ তাই দুঃখে দুঃখি। মানুষ তাই একটা প্রাণ মানুষ তাই কষ্ট বুঝি। মানুষ তাই ব্যর্থ আস্ফালন মানুষ তাই লুকিয়ে স্বার্থই খুঁজি। মানুষ না হয়ে যদি হতাম রুক্ষ মাটি জড় পাথর নিহত শিশুর নিথর দেহটা অন্তত পেত ঠাই বুকে, পেত আদর।

মানুষ তাই একটা চেহারা মানুষ তাই চেহারায়আত্মঘৃণা মানুষ তাই ভাবনার এত সুযোগ মানুষ তাই ওই শিশুর রক্তের দেনা। [/ইটালিক][/রং] .. ................................. >>>>>> এ পুথিবীর বুকে ধ্বংস প্রেমিক সভ্য প্রাণী জাতির মাঝে থাকতে আজ হয় লজ্জা বোধ। কবিতা লিখব কাদের জন্য?????????? -------22/07/06 ঃ[রং=ৎবফ][ইটালিক]ছবিটি যায় যায় দিন 22 শে জুলাই সংখ্যা থেকে তোলা[/ইটালিক][/রং] [গাঢ়]যারা প্রতিবাদ করতে চান আসুন এই খানে বৃথা আস্ফালন করি আর মানুষ হবার হাস্যকর কর্তব্য পালন করি[/গাঢ়]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.