বিস্ফোরণের ফলে ধসে যাওয়া ভবনে আটকা পড়েছেন আরো অনেকে।
বৃহস্পতিবার দেশটির রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে এই ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও জরুরি উদ্ধার সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন।
দেশটিতে একই জেলায় অপর একটি গাড়িবোমা বিস্ফোরণের একমাস পর আবার এ ধরনের ঘটনা ঘটল। ওই বিস্ফোরণে ৫০ জন আহত হয়েছিলেন।
সিরিয়ায় সুন্নি বিদ্রোহীদের বিরুদ্ধে শিয়াপন্থি গোষ্ঠী হিজবুল্লাহর সশস্ত্র অভিযানের পরিপ্রেক্ষিতে দেশটিতে মুসলিম ধর্মানুসারী দুই সম্প্রদায়ের মধ্যে ক্রমশ উত্তেজনা বাড়ছে।
এরই অংশ হিসেবে এই হামলা বলে ধারণা করা হচ্ছে।
নিজেদের সুন্নি ইসলামপন্থি গোষ্ঠী ব্রিগেড অব আয়শা ইন্টারনেটে দেয়া এক ভিডিও বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করে হিজবুল্লাহর বিরুদ্ধে আরো হামলা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেছে। তবে তাদের এই বিবৃতির সত্যতা সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
বিস্ফোরণে আহত একজন তরুণ বলেন, “আমি জানিনা কি ঘটেছে। আমার কাছে মনে হয়েছিল যে ভূমিকম্প হচ্ছে।
” ওই তরুণ পাকস্থলিতে আঘাত পান। সেখান থেকে তখনও রক্ত ঝরছিল।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী আলি হাসান খলিল জানান, রাজধানীর বিভিন্ন হাসপাতালে নিহতের সংখ্যা ১৬ এবং আহত ২২৬ জন ভর্তি হয়েছেন।
বিস্ফোরণের ফলে আরো অনেক গাড়িতে আগুন ধরে যায়। অনেক গাড়িতে অগ্নিদগ্ধ গাড়িচালক ও যাত্রীদের দেখা গেছে।
বেশ কয়েকটি আবাসিক ভবন বিধ্বস্ত হয়েছে। অ্যাপর্টমেন্টে অনেকে আটকা পড়েছেন বলেও দেশটির আল মায়াদিন টেলিভিশন জানিয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।