লেবাননে সিরিয়া সরকারের সমর্থক ও বিরোধীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে এ পর্যন্ত ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন শনিবার এবং আরো দুইজন রোববার সকালে প্রাণ হারান। এছাড়া, শহরের জাবাল মোহসেন এলাকায় আহত এক সৈন্যও রোববার বিকেলে নিহত হয়।
দেশটির নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, লেবাননের উত্তরাঞ্চলীয় শহর ত্রিপোলিতে গত এক সপ্তাহ ধরে এ সংঘর্ষ চলছে।
ত্রিপোলির বাব আত-তাব্বানেহ এলাকায় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থক ও বিরোধীদের মধ্যে প্রথম সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সে সময় সেনাবাহিনী দ্রুত দাঙ্গাকারীদের আলাদা করে দেয়। তবে পরবর্তীতে আবার দাঙ্গা ছড়িয়ে পড়লে তা নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
এদিকে লেবাননের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, ত্রিপোলির সংঘর্ষ বন্ধ করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে নিরাপত্তা বাহিনী প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। কঠোর হাতে দাঙ্গা দমন করলেও পুলিশ ও সেনাবাহিনী নিরপেক্ষ থাকবে বলে তিনি জানান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।