লেবাননে গতকাল সকালে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বিমানবাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগের এক মুখপাত্র এ খবর নিশ্চিত করেছেন। লেবাননের রাজধানী বৈরুত ও সিডন শহরের মধ্যবর্তী না'মেহ এলাকার একটি 'সন্ত্রাসী অবস্থানে' জঙ্গিবিমান থেকে বোমাবর্ষণ করা হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। এর আগে বৃহস্পতিবার হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলে চারটি রকেট হামলা চালানো হয় বলে ইসরায়েল দাবি করেছে। বিবিসি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।