তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
মন্ত্রণালয়ের বহিঃপ্রচার বিভাগের পরিচালক শামীম আহসান বলেন, “বৈরুত মিশনের মাধ্যমে আমরা সব সময় যোগাযোগ রাখছি। ”
আহতদের চিকিৎসার জন্য লেবানিজ কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে বলে জানান তিনি।
তবে আহতদের নাম বা ঠিকানা জানাতে পারেননি শামীম।
মঙ্গলবারের ওই আত্মঘাতী হামলার ঘটনায় কমপক্ষে ২৩ জন নিহত হন।
ইরানি দূতাবাস প্রাঙ্গণের অন্তত ছয়টি ভবনও ক্ষতিগ্রস্ত হয় বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবর।
রয়টার্স জানিয়েছে, ‘আবদুল্লাহ আজ্জাম ব্রিগেড’ নামে পরিচিত লেবাননভিত্তিক আল-কায়েদাপন্থী একটি সংগঠন এই হামলার দায় স্বীকার করেছে।
সিরিয়ায় গৃহযুদ্ধের মধ্যেই পাশের দেশ লেবাননে শিয়া-সুন্নি সাম্প্রদায়িক উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। দক্ষিণ বৈরুতে ইরানের ওই দূতাবাস হিজবুল্লাহ নিয়ন্ত্রিত এলাকায় অবস্থিত।
জনশক্তি রপ্তানি ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৯৪ হাজার ৫৫৫ জন বাংলাদেশি কাজ নিয়ে লেববানে গেছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।