আমাদের কথা খুঁজে নিন

   

উত্তরবঙ্গ ট্যুর (ছবি ব্লগ - ২)

রংপুরের ছবি গুলা আজ কিছু ঠাকুরগাঁ এর ছবি দিচ্ছি। ঠাকুরগাঁ গিয়েছিলাম বালিয়াডাংগি আমগাছ দেখতে আর সবুজ গ্রাম দেখতে। জায়গাটা খুব ভাল লেগেছে। ঠাকুরগাঁ যাওয়ার রাস্তায় বালিয়াডাংগির আম গাছ বালিয়াডাংগির আম গাছ বলা ভাল যে আমগাছের অবস্থা খুব ই খারাপ। সেখান কার স্থানীয় সরকার দলীয় লোকজন ১০টাকা করে টিকেট সিস্টেম করেছে এই আম গাছ দেখার জন্য।

[ বালিয়াডাঙ্গী সূর্য্যপূরী আমগাছ] প্রায় ২০০ বছরের পুরনো সূর্য্যপূরী আমগাছটি বালিয়াডাঙ্গী উপজেলায় ভারতের সীমান্তবর্তী হরিণ মারি গ্রামে অবস্থিত। গাছটি প্রায় ২.৫ বিঘা জমির উপর বিস্তৃত। গাছটির শাখা-প্রশাখা অশ্বহ্থ গাছের মত মাটির দিকে ঝুঁকে পরার প্রবনতা লক্ষ করা যায়। এটিকে এশিয়া মহাদেশের সর্ববহৎ আমগাছ বলা যায়। নদী ছিল রাজা টংকনাথের রাজবাড়ি রাজা টংকনাথের রাজবাড়ি রাজা টংকনাথের রাজবাড়ি রাজা টংকনাথের রাজবাড়ি রাজা টংকনাথের রাজবাড়ির বাহিরের ভিউ রাজা টংকনাথের রাজবাড়ির বাহিরের ভিউ রাজা টংকনাথের রাজবাড়ির অবস্থা ও খুব ই খারাপ।

পরিবেশ খুবই নোংরা। বাড়ির পাশের জমিগুলা যে যেভাবে খুশি দখল করে নিয়েছে। রাজা টংকনাথের রাজবাড়ির পাশেই তারা জমি দখল করে বসতি গড়েছে। খুব সুন্দর ছনের তৈরী ঘর। রাজা টংকনাথের রাজবাড়িতে এখন তারা থাকে দিনের বেলা ছবিগুলার জন্য ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.