অবশেষে যমুনা সেতু পার হলাম। অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মাত্র চার ঘন্টায় ঢাকা থেকে টাঙ্হাইল হয়ে যমুনা সেতু পার হলাম। সকাল থেকে টিভি এবং পেপারের গরম খবরে আতংকিত হয়ে পরেছিলাম যে এইবার মনে হয় ঈদ এর বারোটা বাজবে, ২০ ঘন্টার জার্নি করার পর আর কোরবানী দেওয়ার দরকার হবে না, কারন নিজেরাই কোরবানী হয়ে যাব। কিন্তু রাস্তায় কড়া কোন জ্যাম ছিল না। যা একটু ছিল সহজেই পাশ কাটানো যার্য়। চন্দ্রার কাছে প্রায় ২-৩ কিলো এবং বাকি পুরো রাস্তা ছোট ছোট আকারে জ্যাম আছে। যাই হোক বেশী কিছু লিখব না কারন সামনে খাবার হোটেল। শুধু রোড আপেডট টা দিয়ে দিলাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।