আমাদের কথা খুঁজে নিন

   

উত্তরবঙ্গ খরা সম্মেলন

কম্প্রমাইজ প্রথম ধাপ দুর্নীতির। তাই নো কম্প্রমাইজ। জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই। আজন্ম যোদ্ধা সংসপ্তক আমি। আজ সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে উত্তরবঙ্গ খরা সম্মেলন।

এত প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আব্দুস সোবহানের সভাপতিত্বে উদ্বেধনিতে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা, রাবি উপউপচার্য প্রফেসর নুরুল্লাহ, জেনেভা মিশনে বাংলাদেশের সাবেক ইকোনোমিক মিনিস্টার বদরুল হাসান। স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন কমিটির সভাপতি প্রফেসর সারোয়ার জাহান। সভায় বক্তারা বলেন আমরা এ এলাকায় পদ্মার মতো একটি বহতা নদী মরে যেতে দেখেছি। দেশ টিপাইমুখ বাঁধ এ এলাকার জন্য একটি বড় সমস্যা।

দেশের রাজনৈতিক দলগুলোর জলবায়ু পরিবর্তন সংক্রান্ত নীতি থাকতে হবে। বরেন্দ্র এলাকায় বরেন্দ্র বহুমুখি প্রকল্পের অব্যবস্থাপনার কারণে অব্যহতভাবে ভূগর্ভস্থ পানি উত্তোলন করছে। এতে এ এলাকার কৃষি ও জীবন জীবিকা হুমকির মুখে পড়ছে। বিশ্বের মানুষ এখন জলবায়ু পরিবর্তন জনিত ঝুকির মুখে পড়ছে। এ ঝুকি নিরশনে সবাইকে এক যোগে কাজ করতে হবে।

রাজশাহী মহানগরীতে অব্যাহতভাবে পুকুর ভরাট করা হচ্ছে। সরকারি বেসরকারি পুকুর গুলো ভরাট করা হচ্ছে। উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নের দাবি দীর্ঘ দিনের । এর জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। ভারতের সঙ্গে পানি বন্টনের সমস্যা রয়ে গেছে।

ভারত পাকিস্তানের মধ্যে কোনো সমস্যা নেই। এর বড় কারণ রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা। আমাদের জাতীয় ইসুতে ঐক্যমত নেই। সিএসআরএল বরেন্দ্র ক্যম্পেইন গ্র“প এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভূতত্ত্ব খনি বিদ্যা বিভাগের যৌথ উদ্যোগে এ সম্মেলনে আয়োজন করা হয়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.