গিয়েছিলাম রংপুর, ঠাকুরগাঁ আর দিনাজপুর।
যাওয়ার আগে একটা পোস্ট দিয়েছিলাম অনেকে হেল্প করেছেন। তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
বালিয়াডাঙ্গির আমগাছের অবস্থা খুব ই খারাপ। ১০ টাকা টিকেট সিস্টেম করেছে।
আজ শুধু রংপুরের কিছু ছবি দিলাম।
রংপুরে ঘুরেছি কারমাইকেল কলেজ, তাজেরহাটের জমিদার বাড়ি, তিস্তা ব্রিজ আর এমিউজমেন্ট পার্ক ভিন্ন জগতে।
ঢাকা থেকে রংপুর রেল জার্নি । না বললেই নয় আমি আমার লাইফে কখনও রেলে চড়ি নাই। এইটা আমার ফার্স্ট রেল জার্নি ছিল।
আমি খুব ই এনজয় করেছি।
ঢাকা থেকে রংপুর রেল জার্নি
ট্রেন থেকে নাটোরের উপর দিয়ে যাওয়ার সময় যত দূর চোখ যায় সবুজ আর সবুজ
কারমাইকেল কলেজ গেইট
কারমাইকেল কলেজের প্রশাসনিক ভবন
তাজেরহাট জমিদার বাড়ি
তাজেরহাট জমিদার বাড়ি
তাজেরহাট জমিদার বাড়ি
এমিউজমেন্ট পার্ক ভিন্ন জগত
এমিউজমেন্ট পার্ক ভিন্ন জগত
এমিউজমেন্ট পার্ক ভিন্ন জগত
এমিউজমেন্ট পার্ক ভিন্ন জগত
এমিউজমেন্ট পার্ক ভিন্ন জগত
চলবে...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।