শহীদের খুন লেগে, কিশোর তোমার দুই হাতে দুই, সূর্য উঠেছে জেগে। -------হাসান হাফিজ গতকাল ২০/০৫/১২ তারিখে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন "সহকারি রাজস্ব কর্মকর্তা" পদে অনলাইনে দরখাস্ত আহবান করেছে। এটি একটি ২য় শ্রেণির নন-ক্যাডার চাকরি। কিন্তু এর জন্য ৫০০/- টাকা আবেদন ফি নির্ধারন করা হয়েছে। সম্প্রতি ৩৩ তম বিসিএস (প্রথম শ্রেণির ক্যাডার)-এর জন্য আবেদন ফি ছিল ৫০০/-।
যখন ম্যানুয়ালি আবেদন করা হত তখন ২য় শ্রেণির নন-ক্যাডার চাকরির আবেদন করার জন্য খরচ হত ৪০০/- টাকা (ফরমের মূল্য ১০০+ চালান ৩০০)। আর বিসিএস এর জন্য খরচ হত ৭০০/(ফরমের মূল্য ২০০+ চালান ৫০০)। এখন অনলাইনে ২য় শ্রেণির নন-ক্যাডার চাকরির আবেদন ফি ১০০ টাকা বেড়ে গেল কেন? আমরা ২য় শ্রেণির নন-ক্যাডার চাকরির আবেদন ফি কমানোর জোর দাবি জানাচ্ছি। বিসিএস এর জন্য খরচ যেমন ৭০০ থেকে কমিয়ে ৫০০ করা হয়েছে, তেমনি নন-ক্যাডার চাকরির আবেদন ফি পূর্বের ৪০০ থেকে কমিয়ে ২০০/- টাকা করা হোক। নন-ক্যাডার চাকরির আবেদন ফি ৫০০/- টাকা কোন মতেই মেনে নেয়া যাচ্ছেনা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।