আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের পিএসসি



সদ্য অনুষ্ঠিত ৩০ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ২ নম্বর সেটের প্রশ্নপত্রে অসঙ্গতি থাকার কারণে পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষা করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। রোববার বিপিএসসি'র পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, "৩০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্টে প্রশ্নপত্রের একটি সাব-সেটে মুদ্রণ বিভ্রাট জনিত সমস্যার প্রতি কমিশনের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। কমিশন কর্তৃক গৃহীত এ ধরনের পরীক্ষায় বহু কোড বা সেট প্রশ্ন প্রণীত হয়ে থাকে। প্রতি কোড বা সেটের কয়েকটি সাব সেট থাকে।

"পরীক্ষা শুরু হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ব্যবহৃত প্রশ্ন সম্পর্কে কমিশনের জানার কোন সুযোগ থাকে না। প্রণয়নকৃত বহু সেট থেকে প্রশ্নের ক্রমিক নম্বর পূণর্বিন্যাস করে বিজি প্রেস প্রতিটি সেটের জন্য একাধিক সাব-সেট প্রশ্ন তৈরি করে থাকে। পরীক্ষা শুরু হওয়ার পঁচিশ মিনিট আগে লটারীর মাধ্যমে কমিশন কর্তৃক পরীক্ষায় ব্যবহৃতব্য সেট নির্ধারণ করা হয়। " বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, "৩০তম বিসিএস পরীক্ষার জন্য নির্বাচিত সেটের সাব সেট-২ এর ক্ষেত্রে মুদ্রণের সময় ইংরেজি অংশের কয়েকটি প্রশ্নে সংশ্লিষ্ট প্রশ্নগুলো উত্তরের উপরে স্থাপিত না করে মাঝে বা নিচে স্থাপিত হয়েছে। "প্রিলিমিনারি নৈর্ব্যক্তিক পরীক্ষায় এ ধরনের ত্র"টি-বিচ্যুতিজনিত সমস্যা মাঝে মধ্যে ঘটে থাকে, যা কমিশন এমনভাবে নিষ্পত্তি করে যাতে পরীক্ষার্থীরা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়।

" এক্ষেত্রেও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা এবং পরীক্ষা-নিরীক্ষা করে পরীক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণ করে কমিশন যথাযথ ব্যবস্থা নেবে। সেট-২ ব্যবহারকারী পরীক্ষার্থীরা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে কমিশন সজাগ দৃষ্টি রাখবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। শুক্রবার অনুষ্ঠিত ৩০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্রের ২ নম্বর সেটের ইংরেজি অংশে নির্দেশনা ও প্রশ্নে ব্যাপক অসঙ্গতি দেখা যায়। এর ফলে পরীক্ষার্থীদের চরম বিভ্রান্তিতে পড়তে হয়। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে রোববার সকালে বিপিএসসি কার্যালয়ে কমিশনের চেয়ারম্যান সা'দত হুসেইনের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।

এবার মকর কোডে ১, ২ ও ৩ নম্বর সেটের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়। এরমধ্যে ২ নম্বর সেটের ইংরেজি অংশে প্রশ্নের সঙ্গে নির্দেশনার সঙ্গতি ছিল না। ২ নম্বর সেটের সঙ্গে অন্য ২টি সেটের তুলনামূলক পর্যালোচনায় দেখা যায়, ২ নম্বর সেটের ৬২ ও ৬৩ নম্বর প্রশ্নের নির্দেশনায় শূন্যস্থান পূরণের কথা বলা হলেও এ সংক্রান্ত ১টি প্রশ্ন দেওয়া হয়েছে নির্দেশনার উপরে। অন্যদিকে শূণ্যস্থান পূরণের নির্দেশনায় চলে এসেছে বানান সঠিক করার অন্য একটি প্রশ্ন। বানান সঠিক করার নির্দেশনা দিয়ে উল্লেখ করা ২টি প্রশ্নের ১টিতে বাচ্য পরিবর্তনের একটি প্রশ্ন নিয়ে আসা হয়েছে।

অন্যদিকে বাচ্য পরিবর্তনের নির্দেশনা দিয়ে করা ৩টি প্রশ্নের ২টিতে বাগধারা পরিবর্তনের প্রশ্ন নিয়ে আসা হয়। বাগধারার নির্দেশনায় ৩টি প্রশ্ন থাকার কথা থাকলেও রয়েছে ২টি। এরমধ্যে আবার ১টিতে ব্যাকরণগত শুদ্ধি/অশুদ্ধি নির্ণয় সংক্রান্ত প্রশ্ন নিয়ে আসা হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.