সময়ের পিছনে দৌড়ানোটা বোকমি, সময়ের সাথে দৌড়াও......
গার্মেন্টস শ্রমিকদের নুন্যতম বেতন হবে ৮,১১৪ টাকা। কাজেই ভাইয়েরা যারা সেকেন্ড ক্লাস কর্মকর্তা আছেন তারা (যাদের বেতন স্কেল ৮,০০০ টাকা) জব সুইচ করার বিষয়টি ভেবে দেখতে পারেন। আর ওদের বেতন যদি আরেকটু বাড়িয়ে ১১,১১৪ টাকা করা হয় তাইলে তো কথাই নাই, সিভিল সার্ভিস ও খালি হয়ে যেতে পারে। হয়তবা সহসাই সিভিল সার্ভিস খালি হবে না , কিন্তু ৫ বছর পরে তা হতেই পারে, কেননা যখন মানুষ দেখবে কোনরকমে ১৫/১৬ বছর বয়সে গার্মেন্টসে ঢুকতে পারলেই অতো বেতন , তাইলে খামখা পড়া লেখা কইরা ২৮/৩০ বছর পর্যন্ত কোনও ইনকাম না কইরা বিসিএস ক্যাডার হওয়াটা বোকামি ছাড়া আর কিছুই না। হয়তো তখন অনেক ক্যাডার কর্মকর্তা ছেলে-মেয়েদের বলবে --- "আমার মত আর ভুল কইর না তোমরা",
আশঙ্কা হইল তখন পিএস সি কি করবে ??? কারন তখন হয়তো আরেকটি কমিশন করতে হইব বাংলাদেশ জুডিশিয়ালস সার্ভিস কমিশনের(BJSC) মত --বাংলাদেশ গার্মেন্টস সার্ভিস কমিশন (BGSC) তখন হয়তো BCS পরীক্ষার প্রস্ন ফাস কেউ করতে চাইবে না, ফাঁস হবে BGSC পরীক্ষার প্রস্নপত্র। পিতার বাপ মন্ত্রীদের কাছে তদবির করবে - BGSC-তে যাতে পুত্রের একটা চাকরি হয়। কন্যার বাপগন হয়তো BGSC চাকরিজীবী খুজবে। ৮,১১৪ বা ১১,১১৪ টাকায় শুরু করলেও তাদের কিন্তু আরও থাকবে অভার টাইম, ২/৩ বছরের মধ্যেই BGSC চাকরি ধারীগন নতুন নুন্যতম মজুরি পাবে, বছরান্তে Incriment পাবে আরও বেশী । আর তখনো BCS ক্যাডার গন তাকিয়ে থাকবে --বছরান্তের ৪৯০ টাকার Incriment এর জন্য, স্থায়ী পে কমিশনের দেয়া ৫বছর ( সাধারণত ৭/৮ বছর লাগে, তাই ৫ বছর বললে ভুল হবে) পরের নতুন পে- স্কেলের জন্য ... ... ...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।