শিল্পের প্রতিবেশ
ফকির ইলিয়াস
=========================================
দৃশ্যের ভেতরেই ডুবেছে চোখ। চোখের ভেতরে মেঘ। ঝরবে
বলে নিমেষেই মিশেছে মঙ্গলে। এর আগে বৃহস্পতি অতিক্রম
করে এসেছে অবলীলায় , অলৌকিক দরোজা খুলে দেখেছে
নিজেকে। আর বাসনার বাসনগুলো সাজিয়েছে পাশাপাশি
আজ্ঞাবাহী জলের মতোন।
প্রাণের চারপাশেই জলদৃশ্য। দৃশ্যের ভেতরে সৌর সমুদ্রের
হাতছানি। যাকে কাছে ডেকে নেয়, সেজন ভূমিজ ব্যাকরণ
শিখে খেলতে পারে নক্ষত্রের সাথে। যে নক্ষত্র প্রতিদিন ভূমিষ্ট
হয়,আবার অন্তঃসত্তা নারীর জঠরে ঘুমায়। জেগে উঠে এবং
জাগায় বিমূর্ত জগৎ।
শিল্পের প্রতিবেশ তখন ছন্দযন্ত্রনা ভুলে
যায়। খুঁজে পায় যজ্ঞ মুদ্রাপ্রথ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।