বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি ও বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক পরিষদ এর ৮দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে মৌন মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে আজ ২০মে ২০১২ তারিখে। বেলা ১১ টায় শিক্ষকদের একটি মিছিল ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এর দক্ষিণ গেট দিয়ে বের হয়ে প্রধান সড়কে যাওয়ার পূবেই পুলিশের বাধার মুখে পড়ে। শিক্ষক নেতারা পুলিশকে শান্তিপূর্ণ মৌন মিছিলের কথা বললেও তারা বাধা দিয়ে আটকে রাখে মিছিলটি। পরে শিক্ষকেরা রাস্তায় কিছু সময় অবস্থান নিয়ে শান্তিপূর্ণ ভাবে ক্যাম্পাসে ফিরে আসে। শিক্ষকদের ৪ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন। আজকের এই কর্মসূচিতে ঢাকা পলিটেকনিক, মহিলা পলিটেকনিক, গ্লাস এন্ড সিরামিক ইনস্টিটিউট, গ্রাফিক আর্টস ইনস্টিটিউটসহ দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আগত প্রায় ৫০০ শতাধিক শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহন করেন। উ্ল্লেখ্য ৮দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকেরা গত ৮ জানুয়ারি ২০১২ থেকে আন্দোলন করে আসছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।