আমাদের কথা খুঁজে নিন

   

নারী শিক্ষা উন্নয়নে নতুন যুগের সূচনা

বেপোয়া মানুষ বাংলাদেশ গনতান্ত্রিক দেশ। এদেশে নারীপুরুষ সমযোগ্যতায়, সমচিন্তায় বেড়ে উঠবে এটা জাতীয় চিন্তা। জাতি হিসেবে এদেশের মানুষ একটা ইউনিট বিশেষ। সমষ্টিগতভাবে বিবেক জাগিয়ে তুলতে পারলেই সবার মাঝে পরিবার সেবা,সমাজ সেবা ও জাতির সেবায় এক চিন্তার উদ্রেক হবে। দেশের নারী শিক্ষার উন্নয়নে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বৃদ্ধিতে নতুন যুগের সূচনা হতে যাচ্ছে।

দেশের ইতিহাসে প্রথমবারের মতো সারাদেশের স্নাতক ও সমমান পর্যায়ের ছাত্রীদের দেয়া হচ্ছে উপবৃত্তি। আগামী ৩০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের শিক্ষার উন্নয়নে তার দেয়া ওয়াদা অনুসারেই প্রথমবারের মতো চালু হওয়া এ উপবৃত্তি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মাধ্যমে দেশের উচ্চশিক্ষার এ স্তরে উপবৃত্তি পাবে এক লাখ ৩৩ হাজার ৭২৬ ছাত্রী। এ লক্ষ্যে ইতোমধ্যেই ৭৫ কোটি ১৫ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। উপবৃত্তিসংক্রান্ত সকল প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেলেও পর্যায়ক্রমে ট্রাস্ট বোর্ড তা চালিয়ে যাবে।

কেবল তাই নয়, প্রথমে কেবল ছাত্রীদের উপবৃত্তি দেয়া হলেও পর্যায়ক্রমে প্রধানমন্ত্রীর এ ট্রাস্টের আওতায় নিয়ে আসা হবে দেশের মেধাবী ও দরিদ্র ছাত্রদেরও। এক লাখ ৩৩ হাজার ৭২৬ ছাত্রীকে উপবৃত্তি প্রদানের জন্য বছরে ৭৫ কোটি ১৫ লাখ টাকা ব্যয় হবে। প্রতি ছাত্রীকে বছরে উপবৃত্তি দুই হাজার ৪০০ টাকা, পরীক্ষার ফি বাবদ এক হাজার টাকা, বই কেনার জন্য এক হাজার ৫০০ টাকা, টিউশন ফি বাবদ ৭২০ টাকা সর্বমোট পাঁচ হাজার ৬২০ টাকা প্রদান করা হবে। আগামী ৩০ জুন প্রধানমন্ত্রীর উদ্বোধন অনুষ্ঠানের প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়েছে। দেশের শিক্ষার উন্নয়নে আমাদের প্রধানমন্ত্রী উপবৃত্তির উদ্বোধন করবেন।

নারী শিক্ষার সুযোগ তথা দেশের শিক্ষার উন্নয়নে এ পদক্ষেপ সুফল হয়ে আসবে। ইতোমধ্যে ‘প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট’ নামে একটি ট্রাস্ট গঠন করা হয়েছে। ট্রাস্টে সিড মানি হিসেবে এক হাজার কোটি টাকা বরাদ্দও দেয়া হয়েছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.