বাস্তবতা নিয়ে কথা বলতে চাই। সাবেক রেলমন্ত্রী দাদা বাবুর এপিএসের অর্থ কেলেঙ্কারির তদšত প্রতিবেদন জমা দিয়েছেন রেলের মহাপরিচালক আবু তাহের সচিব ফজলে কবিরের কাছে। মহাপরিচালক মহোদয় এ ঘটনার সাথে দাদা বাবুর কোনো সংশি−ষ্টতা নাকি খুজে পাননি। উনি শুধু পেয়েছেন অস্বাভাবিকতা।আর পাবেনই কি করে? অতিতে আমরা পুলিশকে দিয়ে পুলিশের অপকর্মের যে রকম তদšন্তের ফল পেয়েছি এক্ষেত্রেও আমরা তাই পেয়েছি। দাদা বাবু নিঃশন্দেহে মহাভাল মানুষ যেমনটি বাংলাদেশে বিরল তবে দাদা বাবুর শুঁটকির দিকে দ্ৃষ্টি কেন? এখন মনে হচ্ছে দাদা বাবু শুঁকির মধ্যে তার ছেলের পাঁচ কোটি টাকার আলদিনের চেরাগটি পেয়েছেন নিঃশ্চয় যার লোভে দাদা বাবুর কালো বেড়ালটি শুধুই শুঁটকির গন্ধ পাচ্ছে। ইউসুফ আলী মৃধারা সতক হোন! যাদের জন্য আপনারা এত সব কুকির্ত্তী করেন তারা আজ ধোয়া তুলশী পাতা কিছুই জানেন না বা জানলেও সময়ের পরিক্রমায় তা ভুলে যান। দাদা বাবু সাদা হয়ে ফিরে এলেন কিšতু ফারুক, মৃধা এনামুলের কি হবে? গাড়ি চালকের কথা না হয় বাদই দিলাম। দাদাদেরকে খুশি করতে গিয়ে দাদা বাবুকে সাদা এবং ইলিয়াস আলি নাটক অতঃপর হরতাল, নেতাকর্মীদের বন্দি এবং কারাগারে প্রেরন। কেন এ সব? আমরা কি পারিনা মালয়েশিয়া, ভিয়েতনাম কিংবা সিংগাপুরের মতো একটি সুন্দর দেশ গড়ার জন্য দলমত নির্বিশেষে সবাই একত্রে কাজ করতে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।