চতুর্মাত্রিক.কম (choturmatrik.com)
অনেকদিন মাঝে বিরতি পড়ে গেছে। অনাকাংক্ষিত ছিল যদিও, মাঝে কোন কারণ ছাড়াই বেশ "আজাইরা" কাজ-কর্মে ব্যস্ত হয়ে পড়েছিলাম। ব্লগে ঢোকা হয় নাই। অবশ্য তার পেছনে আমার নিজস্ব অনাগ্রহও কাজ করেছে, কারণ ব্লগের পরিবেশটা খুব বেশি খারাপ মনে হচ্ছিলো। এখন গত পরশু ঢুকে মনে হলো একটু ভালো হয়েছে।
যদিও এটীম আর কী একটা ই-বুক সংক্রান্ত পোস্টগুলা বুঝি নাই। শেষমেষ হাল ছেড়েছি, আমি আদার ব্যাপারী, জাহাজের খবরে কাজ নেই।
অতি আনন্দের খবর হলো আমার প্রিয় দুইজন অন্তর্জাল-বন্ধুকে ব্লগের জগতে টেনে আনতে পেরেছি। এই সাফল্যে নিজের পিঠ নিজেই চাপড়াতে ইচ্ছা করছে। ওরা দুইজন লেখাও শুরু করেছে, যদিও আমি আগে থেকেই তাদের লেখার ক্ষমতা বা ব্যাপ্তি নিয়ে নিঃসন্দেহ ছিলাম, এখন তাদের লেখা এখানে দেখে আর তার নিচে অনেকের ধনাত্মক মন্তব্য দেখে ভাল লাগছে।
আরো একটা খবর হলো আমার পড়াশুনার যবনিকা (আপাততঃ)-পাত হতে যাচ্ছে আর কিছুদিনের মধ্যে। চাকরির একঘেঁয়ে বাজারে ঢুকতে হবে শিগগিরই, যাতে আমার প্রবল অনীহা। কিন্তু করতে তো হবেই! অগত্যা ভাবছি যত ভালোভাবে পারি এই শেষসময়টুকু আনন্দে কাটাই। গ্রীষ্মের গরম বাড়ছে আর সেইসাথে বাজার আর দেশের পরিস্থিতি। কী হবে সামনে কে জানে!!
ক্ষ্যাপাটে জড়ভরত হিসেবে আরো কিছু লেখা লিখতে মন চাইছে, কিন্তু অন্যদিকে শেষ পড়াটুকুর প্রয়োজন রশিতে টান ফেলছে।
টানা-হ্যাঁচড়ার মাঝখানে পড়ে গেছি, বড়ই অসহায়বোধ করছি, কেউ কি একটু উপায় বাৎলে দিতে পারেন?? লেখাগুলো এখন না লিখতে পারলে পরে আর পারবো কি না ঠিক জানি না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।