দায়িত্ব প্রাপ্ত কতৃপক্ষ সমীপে,
আর কতকাল এইভাবে চলবে? কাগজে লেখালেখি,মিডিয়ায় টকশো,সাধারণের দুশ্চিন্তা। মাঝে মধ্যেই প্রয়োজনে দূরের যাত্রা রেলের মাধ্যমে হয়। কিন্তু কে কার কথা শুনে। আমরা কি ভাড়া ছাড়া রেল ভ্রমন করি? জানালা ভাঙ্গা,সিটের কাহিল অবস্হা, টয়লেটের দুর অবস্হা, এটেনডেন্টর অমনোযোগিতা, বিনা টিকেটে যাত্রীর সংখার আধিক্য। এই অব্যবস্হনা রুখার দায়িত্ব কে নিবে।
কোথায় কর্মকর্তারা? কোটি কোটি টাকার লোকসানের ঘানি কি আমরা টানবো? সরকারের কঠোর পদক্ষেপ ছাড়া এর উন্নতি অসম্ভব।
কথায় কথায় সচেতনতা বৃধ্দি একটা মরিচা ধরা আবেদন। শুধু মাত্র নৈতিক উন্নতি,কঠোর শাস্তি,আইনের সঠিক প্রয়োগ বিধান করে সকল সমস্যার সমাধান সম্ভব।
আর না হয় এই লোকসানের ঘাটতি সাধারণের টানতে হবে।
প্রতিদিন যে পরিমান যাত্রী যাওয়া আসা করেন তাতে রেলের রোকসানের প্রশ্নই হয় না।
মাত্র বছর খানেক আগেই রেলের ব্যাপক চার্জ বৃধ্দি করা হেয়েছে।
আমরা চাই সঠিক ব্যবস্হপনা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।