প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।
ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।
এখানেই থেমে গেছে পথ, স্বপ্নের কুঁড়িদের আর ফুটতে দেবো না আমি:
গলা টিপে মারবো।
আকাশ দেখবো না আমি ; দেখবো না সমুদ্রের সৌন্দর্য __
তোমাকে নিবেদন করবো না কিছু__
অনুকূল অনুভবে তোমাকে সমান্তরাল করবো না।
চিরকালই দুরত্বে রেলের মতোন চলবো,তোমাকে ছুঁইবো না __
তোমার কলসীর জলে শান্তস্নিগ্ধ হবোনা আমি _ লতায় নেতানো ফলে
মুখ ডুবানো না। কারুকার্যময় রাজমহলে গোলাঘরে ঢুকবো না।
এখানেই থেমে গেছে পথ, মরানদী, আর বন্ধ্যা বৃক্ষের ছায়া
তুমি আজ মৃত __ হে আমার অনুসূয়া।
২৭.০৭.২০১৩
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।