আমারে দিবো না ভুলিতে বাংলাদেশ রেলওয়ে, একটি গনপরিবহন বাংলাদেশে রেলে সাধারনত গরিব, মধ্যাবৃত্ত মানুষ বেশি চলাচল করে। গত কয়েক বছর যাবত রেলে যাত্রি সংখাবেড়েছে। বিশেষ করে ঈদে মানুষ নিরাপদে বাড়ি ফেরার জন্য রেল পরিবহনকে বেশি পছন্দ করে। তাছারা সারা বছর নিরাপদ পরিবহন হিসাবে মানেষ রেল পরিবহনকে বেছে নিচ্ছে । এই আবস্থা সরকার পক্ষ থেকে বলা হয় যাত্রি সেবার মান বাড়ানো জন্য রেলের ভাড়া বাড়ান হবে ।
সাবেক রেল মন্ত্রি ৫০% রেল ভাড়া বাড়ানো সুপারিস করেন যা ০১/১০/১২ইং তারিখ থেকে কার্যকর হবে। কিন্তু বাস্তবে তা বেড়েছে কয়েক গুন।
উদাহরন : রাজশাহী থেকে ঢাকার ভাড়া ছিল ১৬৫ টাকা বর্তমানে তা বেড়ে দাড়িয়েছে ৩১০টাকায়। এরকম সারা দেশের প্রতেক রুটের ভাড়া বাড়ান হয়েছে। এটা কি করে সম্বব তা বধগম্য নয়।
উল্লেখ্য রাজশাহী থেকে ঢাকার বাস ভাড়া ৪০০ টাকা।
এই ভাড়া বাড়ান কতটা যুক্তি সংগত হয়েছে। দূনীতি দূর না করে শুধু ভাড়া বাড়ালে যাত্রি সেবার মান বাড়বেন আর রেলেও উন্নতি হবেনা
এক্লুসিভ সংবাদঃ বস্তাভর্তি টাকার গন্তব্যস্থল ছিল সুরঞ্জিতের বাড়ি ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।