আমাদের কথা খুঁজে নিন

   

কে রাণী?

একদিন রাজ দরবারে কয়েকজন সুন্দরী মহিলা রাজার সাথে দেখা করতে আসল। রাজার আবার মহিলা প্রীতি ছিল দেখার মতো। কোনো মহিলা বা মেয়ে দেখলে সে সব কাজ-কর্ম ভূলে তাকে নিয়েই সময় কাটাত। তো রাণীও সে কথা জানত। সেদিন সুন্দরী মহিলাদের সাথে রাণীও গিয়েছেন রাজার সাথে সাক্ষাৎ করতে।

তবে সে যথেষ্ট চালাক ছিল। সে নানা রকম মেক আপ ব্যবহার করে রাজার সাথে দেখা করতে গেল। রাজা তো মহিলাদের দেখে খুবই খুশি। কারন সে তাদের সাথে সময় কাটাতে পারবে। কিন্তু রাজার কপাল সেদিন আসলেই খারাপ ছিল।

কারন স্বয়ং রাণী সেদিন তার সাথে দেখা করতে গিয়েছে। রাজা মহা উল্লাসে মহিলাদের সাথে সময় কাটাতে লাগল। রাণী রাজাকে পাহারা দিতে লাগল। হঠাৎ একটি মহিলা বলে উঠল রাণী আপনি এখানে? তখন রাজা বলে উঠল , কে রাণী? রাজা যখন বলল যে কে রাণী, তখন থেকেই আসলে কেরানী কথাটির উদ্ভব। আমি একজন করানী।

তাই কেরানীর ইতিহাসটা আমাকে জানতে হয় এবং আমি জানতে চেষ্ট করি। কেই যদি অন্য কোন ইতিহাস জেনে থাকেন তবে জানাবেন দয়া করে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।