আমাদের কথা খুঁজে নিন

   

রাণী রহস্য!!!



কার ছোয়ায় রাণী হয়ে ওঠে সে? অনেক বছরের প্রশ্ন ছিলো একটি স্ত্রী মৌ মাছির রাণী হয়ে ওঠার প্রক্রিয়া ঘিরে। গত শতকের ষাটের দশকে বলা হতো কিছু নিউরোকেমিক্যাল এর পেছনে কাজ করছে। তারপর সত্তুর এর দশকে বলা হলো কিছু হরমোন এর কথা। আর আজ বিশ্বখ্যাত জার্নাল নেচারে একটি অত্যন্ত সরল গবেষণা ফল প্রকাশিত হয়েছে একদল জাপানি বিজ্ঞানীর। তারা দেখিয়েছেন রয়্যাল্যাকটিন নামক এক ধরনের প্রোটিন হচ্ছে সেই যাদুবস্তু যার সংস্পর্শে একটি স্ত্রী মৌমাছি হয়ে ওঠে একটি মৌচাকের রাণী। নিচের লিংকে গিয়ে সায়েন্স স্পাইস সেকশনের প্রথম খবরটিতে ক্লিক করে চলে যেতে পারেন মূল উৎসে http://www.scientiaonline.com/ এসপিএল সায়েনটিয়ার সাথে থাকুন। চাইলে আপনিও মজার/গুরুত্বপূর্ণ খবর শেয়ার করতে পারেন এখানে - Click This Link ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।