আমাদের কথা খুঁজে নিন

   

রাণী কেন ব্যাটাচ্ছেলে?

লেখক স্টিভ বেরী সম্প্রতি দাবি করে বসেছেন, ইংল্যান্ডের রাণী প্রথম এলিজাবেথ নাকি মেয়েই ছিলেন না - ছিলেন এক জলজ্যান্ত ব্যাটাচ্ছেলে। মেয়েদের পোশাক আর প্রসাধনে রাজত্ব করেছেন ৪৪ বছর! মূল পোস্ট, পড়ুন ওয়ার্ডপ্রেসে বেরীর দাবি অনুযায়ী, ১০ বছর বয়সে আসল এলিজাবেথ প্লেগে/জ্বরে মারা গেলে - তার পরিচারিকা লেডি ক্যাট নাকি তার জায়গায় এক স্থানীয় বালককে মেয়ে সাজিয়ে চালিয়ে দেন। এ গল্পটি একদমই যে নতুন, তা কিন্তু নয়। এর আগে 'ড্রাকুলা' লেখক ব্রাম স্টোকারও একই কাহিনী লিখেছেন। যুক্তরাজ্যের এলিজাবেথদের গ্রামে রাজপোষাকে এক ছোট্ট মেয়ের কঙ্কাল পাওয়া গিয়েছে বলে খবরে প্রকাশ।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।