আমাদের কথা খুঁজে নিন

   

শুভংকরের ফাঁকি

এইচ এম শরীফ উল্লাহ ঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁ কষ্ট হাঁটে খুঁড়া পায়ে অভাব যে তার সাথি, ছোট্ট শিশুর ঘুম আসে না, না খেয়ে পার রাতি। মা জননীর বুকটা কাঁদে খানা নাই পাতিলে, গাড়ি বাড়ির স্বপ্ন নাই তার বাঁচার যুদ্ধ চলে। রাত পোহালে সকাল এলে বাবা যাবে কাজে সারা দিনের কর্ম শেষে ঘরে ফিরেন লাজে। চাল কিনিলে তরকারি চাই সাথে মরিচ লবন, এইটা কিনলে ওইটা বাকী বাঁচাই যেন মরণ। আছে যাদের বাড়ি গাড়ি ব্যাংকে কোটি টাকা, শোষণ করে আরো জমায় গরীবে’ চলে না চাকা। আশি পার্সেন্ট ব্যবসায়ী আজ শঠ রাজনীতির জালে, দরিদ্রদের শোষণ করে ক্রোড়পতি্র দলে। খাদ্য গোদাম ওদের হাতে মরিচ, লবন তেল, সিন্ডিকেটের ব্যবসা চলে প্রতারণার খেল। কিছু বললেই সমনজারি কোর্টে ডাকা ডাকি, গণতন্ত্রের দোহাই দিয়ে শুভংকরের ফাঁকি। ———– মে ১৬, ২০১২

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।