আমাদের কথা খুঁজে নিন

   

আমি শুনেছি সেদিন তুমি আলু ছেনেছো - মৌসুমী ভৌমিকের বিখ্যাত গান - আমি শুনেছি সেদিন তুমি.....গানটির প্যারোডি

এইখানে শায়িত আছেন বাংলা ব্লগ ইতিহাসের কলঙ্ক...
আমি শুনেছি সেদিন তুমি P.A. অফিসে গিয়ে জোড় গলায় মিলেমিশে "আলু ছেনেছো"......... আমি শুনেছি সেদিন তুমি P.A. অফিসে গিয়ে আলুপুরি আর MUM খেয়ে এসেছো......... আমি কখনো "ছানিনি আলু"........ পাছে গুঁতা দেয় "কলু"....... খাইনি সে আলুপুরি....... তাইকি হলো নিক চুরি?.......... আবার যেদিন তুমি........আলু ছানিতে যাবে....... আমাকেও সাথে নিও......নেবেতো আমায়? বলো......নেবেতো আমায়? আমি শুনেছি সেদিন নাকি......তুমি, তুমি, তুমি মিলে - তোমরা সবাই বলে সভা করেছিলে....... আর সেদিন তোমরা নাকি.......অনেক জটিল ধাঁধাঁ.......না বলা অনেক কথা, কথা তুলেছিলে....... কেন শুধু ছুটে ছুটে চলা...... একই একই পোস্ট দেয়া....... ক্রিয়েটিভিটি ছুটি দিয়ে........ ব্যস্ত কপি-পেস্ট নিয়ে? যদি নতুন কিছু নাই পাও....... অতীতকে বেঁচে খাও....... এ কেমন নীতি বলো....... তোমরা যে মেনে চলো........ আমি শুনেছি তোমরা নাকি.......এতো এতো দাবী নিয়ে.........গিয়েছিলে আশা নিয়ে........ পূরণ হবার শত আশা করেছিলে....... "নিয়ন্ত্রিত নীতিমালা" আর "ঢিল ছোঁড়াছুড়ি" বলে........ঘন্টার পর ঘন্টা ধরে........আজাইরা প্যাঁচাল পেরে....... মুখে ফেনা তুলেছিলে.......... তবে একি দেখি চোখ মেলে....... নীতিমালায় শিশু খেলে....... কলু মিয়া গর্ব করে....... সহস্র ভুয়া নিক নিয়ে........ আবার তোমরা যেদিন "অমুক-ব্লগে" যাবে.......আলুপুরি চা খাবে......... আমাকেও সাথে নিও.......নেবেতো আমায়? বলো......নেবেতো আমায়? মূল গান: আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল-জল দিগন্তু ছুঁয়ে এসেছো....... গায়িকা: মৌসুমী ভৌমিক ডাউনলোড লিংক: View this link একটি নাফিস ইফতেখার পরিবেশনা ২০০৮
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.