আমাদের কথা খুঁজে নিন

   

সেদিন...

মাঝে মাঝে বৃষ্টি দেখে হাত বাড়ানোর ইচ্ছে জাগে... ভেতর ভেতর যাই পুড়ে যাই, কেউ জানেনা আমার আগে...

আমার একদিন সব হবে খা খা রোদে তোমার মতন, অমন একটা ছাতা হবে বাদলা দিনে বৃষ্টি ভেজা, নীল মলাটের খাতা হবে ভোরের বেলা পা ডুবাতে, ঘাসফুলেদের মেলা হবে যখন তখন কষ্টগুলো, ঘুমপাড়ানি বেলা হবে আমার একদিন সত্যি হবে রোদ পোহানো চাদরখানা, শীত সকালে আমার হবে নীল যে বোতাম আজ ছিড়ল, সে-ও সেদিন ঐ জামার হবে উলের ভেতর চুপটি থাকা, অপেক্ষারাও ক্লান্ত হবে দূরের পথে হাঁটতে থাকা, দুর্ভাবনাও ক্ষান্ত হবে। ক্লান্ত হাতে একখানা হাত, পস্ট ছুঁয়ে কথা হবে শুকিয়ে যাওয়া স্বপ্নগুলো, সবুজ তরুলতা হবে আমার একদিন সত্যি হবে পথের ধারে ধুলোর ঝড়ে, গন্ধমাখা আচল হবে আয়না জুড়ে চুপিসারে, চোখ ভর্তি কাজল হবে হঠাৎ নামা সন্ধ্যে বেলায়, আলসেমিতে আদর হবে বুকের ভেতর লুকিয়ে থাকা, চুপ শিশুটি বাদর হবে রাত দুপুরে মাথার নিচে, একটা মাত্র বালিশ হবে পাগলামিতে নাকের ঘসায়, ফিসফিসিয়ে নালিশ হবে তোমার অমন ওঠার সিঁড়ি, হয়তো সেদিন নামার হবে কিংবা সেদিন আমি ছাড়া, আর সকলি আমার হবে। ---------------------------------------- সেদিন/সাদাত হোসাইন © ০২.০৯.২০১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.