ভাগ্নের সাথে খেলছিলাম। ছোট ভাই হঠাৎ ডাক দিয়ে বলল, তাড়াতাড়ি বারান্দায় আসো, দেখে যাও। আমরা দৌড়ে গেলাম। দেখি বারান্দার গ্রিলের উপর একটা শালিকের বাচ্চা জুবুথুবু হয়ে বসে আছে। সম্পূর্ন ভেজা শালিকটা।
অথচ তখন বৃষ্টি হচ্ছিল না। ছোট ভাই বলল, কয়েকটা কাক ওকে আক্রমণ করেছে, পালিয়ে এখানে এসে বসেছে। আমি আস্তে করে দুই হাতে নিলাম শালিকটাকে। ভয়ে কাঁপছে শালিকটা। ঘরে নিয়ে আসলাম।
সে তারস্বরে চিৎকার করছে।
ভাগ্নের বিড়ালের বাচ্চাটা ঘুমাচ্ছিল ডাইনিং রুমে চেয়ারের উপর। শালিকের চিৎকার শুনে মাথা বের করে বড় বড় চোখ করে তাকিয়ে রইল আমার হাতের দিকে। ছোট ভাই বলল, একটা খাঁচা আছে না পুরনো, ওটাতে রেখে দাও। আম্মা বললেন, না আটকে রাখা ঠিক না, ছেড়ে দে।
এসব কথা বলতে বলতেই শালিকটা পুচুৎ করে হিসু করে দিল। সেটা পড়ল আমার পায়ের উপর। ভাগ্নে সেটা দেখে হাসতে হাসতে পেটের নাড়িভুড়ি উল্টে দেবার জোগাড় করল।
পরে ওকে আম্মার ঘরের জানালা দিয়ে বাইরে ছেড়ে দিলাম। সে উড়ে গিয়ে তারের উপর বসল।
আমি আমার হাত-পা ধুতে গেলাম। এসে আর দেখতে পাইনি বাচ্চাটাকে। ভালো থাকুক বেচারা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।