এক বন্ধু
সেই কখন থেকে একটানা বৃষ্টি পড়ছে
কখনও কখনও মনে হচ্ছে এই বুঝি থেমে গেল
কিন্তুপরক্ষণেই আবার অঝোর ধারায় শুরু হয় যেন শেষ হইয়াও হইলোনা শেষ ।।
মনে আছে
এমনই বৃষ্টি ছিল সেদিন
পরণে ছিল গাঢ় নীল শাড়ি
খোঁপায় বেলীফুলের মাল া
কপালে টিপ ,হাতে চুড়ি
দুজনে পাশাপাশি বসেছিলাম
বারান্দার চেয়ারে হাতে হাত রেখে।
কত কথা , কত দুষ্টুমী ।
আর আজ
টিপ নেই, চুড়ি নেই ,কোন ফুলের মালাও নেই।
পরণের সেই শাড়ির রং বদলে হয়েছে এখন সাদা। আর তুমি
ফ্রেমে বাধানো কেবলই এক ছবি
আমার হৃদয় ছাড় া
কোথাও যার আর কোথাও কো ন অস্তিত্ত নেই।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।