সঞ্জয় মিঠু
সেদিন পদ্মায়" নৌকায় যেতে যেতে
এক ঝাঁক বালি হাঁস মাথার উপর দিয়ে উড়ে গেল,
তুমি নদীর জলে হাত নেড়ে বলেছিলে,
বাহ! কি সুন্দর। আমি ও এমনি হাঁস হব।
হঠাৎ বুকে এক তীব্র ব্যথা জেগে উঠল,
হারাবার আর না পাওয়ার দোলায়-
পরমুহুর্তে তুমি বলেছিলে, এই চল না
নদীর মাঝে ঐযে চর । ঐখানটাতে নামি,
সারা দুপুরময় চরে, বালুতে কি ভীষণ ছুটাছুটি-
তখন মনে হয়েছিল তুমি মানবী আমার।
তোমার খোপায় নাম না জানা বুনো ফুল
গুঁজে দেওয়ার বড্ড সাধ হয়েছিল।
কিন্তু কি আশ্চার্য
সমস্ত চর খুঁজে কোথাও একটা ফুল পেলাম না।
গোধূলীর ম্লান আলোয় নৌকায় ফিরলাম
চিন চিনে একটা ব্যথা বুকে নিয়ে।
শেষ সূর্যের অদ্ভুত আবির রাঙা আলো,
তোমার মুখময়। মনে হয়েছিল দেবী তুমি।
সাধ্য আর সাধনার বাইরে, অথচ
তোমার সরল চোখের চাহনি আমার
বুকের সমস্ত ব্যথায় শীতল পরশ বুলাল
সেদিন তুমি হাত রেখেছিলে আমার হাতে।
।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।