বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility
আজ মনটা যেন কেমন কেমন করছে । জানি না ...
এই গানটি হয়ত কিছুতে স্পর্শ করে । জানি না ...
শুনুন হয়ত ভাল লাগবে । আমাকে ছুয়ে গিয়েছে মনের গহীন অরণ্যে । ভালবাসা ... হাসতে ইচ্ছা করে জোরে জোরে ।
মানুষ শারীরিকভাবে যতই শক্তিশালী হোক না কেন মানুষিকভাবে বিপর্যস্ত হলে কিছুই করার থাকে না । ছুয়েছি কি আপনার মরমে ?
যদিও উপরের অস্ত্রটি ব্যর্থ হয় তাহলে এটি অব্যর্থ অস্ত্র । আচ্ছা LOVE & Hate দুইটি কি একসাথে চলতে পারে ? জানি না ...
হয়ত জানি না বলেই জিজ্ঞাসা করে । প্রাণ কি কাদেঁ? ... জানি না ...
জানতে কি চান?
আমার বন্ধুরা বলে এই গান নাকি মনের ভিতর গিয়ে আঘাত করে, যদি কোন স্বপ্ন কারউ থেকে থাকে । কেন এই বা* ছাের ভালবাসতে যায় ।
নীচের গান শুনলে অবশ্যই পাথরও যদি মানুষ হত তাহলে মোম গলে যেত । মেঘও যদি খরস্রোতা নদী হত তাহলে বয়ে যেত । আমার চোখতো অশ্রু সিক্ত হয়ে যায় এই গানের পরশ বুলালেই । জানি না এরকম কেন হয় ...
জানতেও চাই না ।
চোখের কোণায় চিক চিক করে বিশুদ্ধ সাগর এর জলকণা ।
আপনারও কি এরকম হয়?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।