সেদিন ছিল চোখে কিছু বর্ণহীন কান্নার জল তারি সাথে বুক চেরা বেদনার ঢল ছিল অনেক অনেক ভালোবাসার মায়া মাথার পড়ে ছিল তোর জ্যোৎস্নার ছায়া কিছুই সেদিন পারেনি তোরে রাখতে আটকিয়ে অভিমানে গিয়েছিলি চলে, আমায় ভাসিয়ে। তারপর অনেক দিন গেছে চলে আমি পড়ে ছিলেম একাকীত্বের গহীন জলে সময় কেটে গেছে তাঁরা গোনার ছলে, রাতের কালে থমকে থাকা দিনগুলি কেটে গেছে একটু একটু করে কষ্টের বোঝাগুলি ভারি হতে হতে পাহাড় গিয়েছে ছাড়িয়ে তবু আমি বেঁচে আছি আজো, তোকে হারিয়ে। আজ হঠাৎ করেই চমকে যদি উঠিস মুঠোফোনের শব্দে কিংবা বিরহের কোন সুর গেয়ে ওঠে তোর মনে কারণে আর অকারণে ঠিক তখনি বুঝে নিস, আমি ডাকছি তোরে মনে মনে অনেক দূর হতে, তোকেই ভেবে ভেবে। আজ হঠাৎ করেই যখন তোর চোখ ভিজে ওঠবে লবন জলে ঝাপসা হয়ে আসবে চারিধার কারো কথা মনে পরে কারণে আর অকারণে ঠিক তখনি ভেবে নিস, আমি দেখছি তোরে চোখ বুঁজে অনেক দূর হতে, তোকেই ভেবে ভেবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।