আমাদের কথা খুঁজে নিন

   

হালকা ভাব বিষয়ে কিছু কথা

I'm your fool... Come on, teach me the rules" আমার একটা ফ্রেন্ড আমাকে প্রায়ই বলে, এই তুই একটু মেয়েদের মতো হ! মেয়েদের মতো আচরণ কর! আমি বুঝিনা আমি আবার কিভাবে মেয়েদের মতো হবো! মেয়েদের মতো আচরণ করবো! আমি তো থাকি মেয়েদের মতোই! আমাদের এক আপু আছেন যার ছেলেদের মতো চুল কাটা, কাপড় চোপড়ও পরেন ছেলেদের, এমনকি নিত্য ব্যবহার্য জিনিসপত্রগুলোও পর্যন্ত ছেলেদের! একদিন আপুকে ছেলেদের বডি লোশন ব্যবহার করতে দেখে বললাম, আপু অন্ততপক্ষে স্কিনের ব্যাপারে একটু ভেবেন। আমাদের স্কিন আর ছেলেদের স্কিন তো এক না। এসব উল্টাপাল্টা জিনিস ব্যবহারে যদি উল্টাপাল্টা কিছু হয়ে যায়?! আপু বললেন, আমার কিছুই হবে না রে। এটাই স্যুট করে। আমি তো কখনোই ঐ আপুর মতো এইরকম পাগলামী করিনি।

একসময় ব্লগে ছেলে সেজে বসে থাকতাম। তবে আমি তখন নিতান্তই বাচ্চা মানুষ ছিলাম। তখন যদি কেউ বলতো আমার মধ্যে ছেলে ছেলে ভাব মেনে নেয়া যেত। এখন এই বয়সে এইসব শুনতে বিরক্ত লাগে। আরো দুইটা ফ্রেন্ডকে বললাম এই বিষয়ে।

ওরাও বললো, অপ্রিয় হলেও সত্যি যে তোর মধ্যে মেয়ে মেয়ে ভাবটা কম! দুইজনকেই জিজ্ঞেস করলাম, আমার ভাব সাব খুবই খারাপ লাগে কিনা! একজন বললো ভাবটা নাকি আসলেই ভালো না। আমার আচরণ মেয়েদের মতো হওয়া উচিত। আমি জিজ্ঞেস করলাম, কি করলে মেয়েদের মতো আচরণ হবে আমার? সে বললো, রান্না করবি, রূপচর্চা করবি, হিন্দি সিরিয়াল দেখবি, ছেলেদের সাথে বেশিক্ষণ সময় কাটাবি। আমি বললাম, রান্না তো করিই। ব্রণের যন্ত্রণায় একটু একটু রূপচর্চা করি।

অবশ্য সেটাকে রূপচর্চা বললে রূপচর্চার অপমান হয়। সিরিয়াল দেখা হয় শুধু খুলনায় গেলে। কিন্তু ছেলেদের সাথে যদি বেশি সময় কাটাই তাহলে তো আরো ছেলে ছেলে হয়ে যাবো! সে বললো, রোম্যান্টিক ছেলেদের সাথে থাকবি। তারা চান্স নিতে চাইলে চান্স দিবি। দরকার হলে প্রেম করবি তাদের সাথে।

তারা যা যা বলবে তাতেই "ওয়াল্লাহ্‌", "ওয়াম্মা", "সেকি" করে উঠবি। বুঝলাম সে আমাকে ছেলেদের সাথে ন্যাকামি করার পরামর্শ দিলো। যদিও সেও একটা ছেলে এবং আমি ন্যাকামি করলে সে সহ্য করতে পারে না। আরেকজন খুবই বিরক্ত হয়ে বললো, তুই যেমন আছিস তেমনই থাকবি! এটাই তোর পার্সোনালিটি। কে কি বলছে কান দিবি না ওর কথা শুনে বেশ শান্তি পেলাম আমার সবচেয়ে অসহ্য লাগে আমাকে কেউ পাম দিলে।

যাদের মধ্যে আসলে প্রশংসনীয় কিছু নেই তাদের অসহ্য লাগাটাই স্বাভাবিক। অকারণে পাম দিলে আরো অসহ্য লাগে। যে পাম দেয়, ইচ্ছে করে তার সব চুলগুলো টেনে ছিঁড়ে ফেলি কয়েকদিন আগে এই বিষয়ে ফ্রেন্ডের সাথে আমার একটু মনোমালিণ্য হয়েছিল। সে আমাকে যেহেতু অনেক পছন্দ করে এজন্যই আমার অনেককিছু তার ভালো লাগে আর সেগুলোই বারবার বলতে থাকে। এই ব্যাপারটা আমি বুঝতে ভুল করেছিলাম।

মানুষ যে শুধু পাম দিতেই প্রশংসা করেনা এটা আমি ভুলে গিয়েছিলাম। ও যখন আমার প্রশংসা করতো তখন মনের অজান্তেই মুখে বিরক্তি ভাবটা ফুটে উঠতো আর আমি বলতাম, হয়েছে! ঠিক আছে! আর বলতে হবে না! একদিন ও আমাকে বললো, তুই কেমন মানুষ বলতো? মানুষকে প্রশংসা করলে কত খুশি হয় আর তুই এমন একটা ভাব করিস যেন মনেহয় আমি তোকে পাম দিচ্ছি। খবরদার তুই এমন ভাব করবি না। আমিও বোকার মতো বলে বসলাম, তোর এতো প্রশংসা করার কি দরকার! যা না সেটা বলে লাভ আছে! সে সিরিয়াস মাইন্ড খেয়ে বসে থাকলো। পরে আমি অনেক কষ্টে তাকে বুঝাতে সক্ষম হলাম যে সে আমাকে পাম দেয় এরকম চিন্তা আমি করছিলাম না আর আমি আসলে বিব্রত হচ্ছিলাম বলেই মানা করছিলাম আমি যে একটা কাঠখোট্টা আর রসকষহীন মানুষ এটা অনেকেই আজকাল বুঝতে ভুল করে।

এটা যথেষ্ট দু:খজনক লাগে আমার ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।