আমাদের কথা খুঁজে নিন

   

আমি হালকা হবো ?

মানুষের রক্তকে কালি ও মানুষকে কলম করে কবিতা লিখতে চাই। পতন চাই এই অশ্লীল সভ্যতার। । প্রিয় মানুষটার অবহেলা যখন বুঝতে পারি, মনের অজান্তে মনটা খারাপ হয়ে যায় অনেক । অজানা আশঙ্কা বুকের ভেতরটা কাপিয়ে তুলছে প্রতিনিয়ত । মন খুলে যদি বুকের অভিমান, কষ্ট গুলোকে একনিষ্ট পরিচর্যা দিয়ে সুখে রুপান্তরিত করা না যায়, বুকের ভেতর প্রতিনিয়ত যে অভিমানের জমছে পাহাড়, তাকে যদি প্রশমিত করা না যায়, তবে বলব; এসবের যোগ্য কখনোই আমি ছিলাম না । শুনেছি জোরে জোরে কান্না করলে নাকি হালকা হওয়া যায়, আমার তো জোরে কান্না আসে না । আমার ভেতর এ মুহুর্তে যে কান্না জমানো, যে কান্না আমাকে উলট পালট করছে প্রতিনিয়ত, ভিজিয়ে তুলছে মনের জমিন; এর চেয়ে আর কত জোরে কাঁদলে আমি হালকা হবো ? আমার অন্তরের সবটুকু আকুলতা নিয়ে যতটুকু বিনীত হলে মনে হবে তোমার; মন ভাল হবে, আমি আজ ততটুকু বিনীত হলাম । তোমার মুখে একটুখানি হাসি ফোটাতে এর আরও বেশি বিনীত হতে আমার কোন আপত্তি নেই ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।