যে দেশের পোলাপান পাড়ার মধ্যে চিপা গলির মধ্যে ক্রিকেট খেলে অভ্যস্ত, যেখানে ৬ মারলে আউট, সে দেশের পোলাপান বড় মাঠে আর কি perform করবে । । । । ।
।
যে দেশের পোলাপান ২.৫ ফুট বাই ২ ফুট গোলপোস্টে ফুটবল খেলে তারা বড় মাঠে কি খেলবে । । ।
আজব দেশে থাকি আমরা , যেখানে আমাদের শৈশব কাটে বদ্ধ ঘরের মধ্যে
সকালে স্কুলের ক্লাস , দুপুরে গানের আর নাচের ক্লাস, আর বিকাল বেলা ভিডিও গেমস খেলে সময় কাটে তারা আর কিবা করতে পারে
এ.কে ফযলুল হক একবার বলেছিলেন , " যে দেশের মায়েরা বাচ্চাদের ঘুম পাড়ায় বিড়ালের ভয় দেখিয়ে তারা বড় হয়ে কিভাবে লড়াই করবে "
হায়রে বাংলাদেশ ।
। । । শুধু পরীক্ষার result যে দেশের অবিভাবকদের প্রত্যাশা সে দেশের ভবিষ্যৎ কি ?
শুধুমাত্র বইয়ে লেখা কয়টা কথা মুখস্ত করি শুধুমাত্র একটা চাকরির জন্য , , ,
আমাদের দেশে কয়টা স্টুডেন্ট পাওয়া যাবে যারা শেখার জন্য পড়াশোনা করে ?? ??
এতো BUET, CUET, RUET, DU, JU, etc এতো এতো মেধাবীরা থাকতে কেন আজো আমাদের বিদেশী ( Indian writers) লেখকদের বই পড়তে হয়?? ??
আমাদের দেশের শিক্ষাঙ্গন নিয়ে কথা না বলাই ভালো , কারন এ ব্যাপারে আপনারাই ভালো জানেন আমার চেয়ে । ।
। । ।
সব শেষে শুধু একটাই কথা কবে পরিবর্তন এসব । ।
। । ।
লেখাটি আমাদের ওয়ালে পোস্ট করেছেনঃ Wahiduzzaman Ahad ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।