আমি একজন……… সম্প্রতি ন্যাশনাল অ্যারোনাটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন(নাসা)- এর গবেষকরা মহাকাশে বিশাল একটি জলাধার খুঁজে পেয়েছেন। গবেষকদের দাবি, এ জলাধারটিতে পৃথিবীর সমুদ্রে যতো পানি আছে তারচেয়েও দশ ট্রিলিয়ন গুন বেশি পানি আছে। খবর নাসা ওয়েবসাইট।
গবেষকরা দাবি করেছেন, মহাকাশে নতুন খোজ পাওয়া এ বিশাল সংরক্ষিত জলাধারটি পৃথিবী থেকে ১২ বিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত। এ জলাধারটির চারপাশে রয়েছে কোয়াসার নামের বিশাল এক ব্ল্যাক হোল।
নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির গবেষক ম্যাট ব্র্যাডফোর্ড জানিয়েছেন, ‘ব্ল্যাকহোল কোয়াসার চারপাশের পরিবেশটা চমৎকার। আর এ পরিবেশই এ বিশাল জলভাণ্ডার ধারণ করেআছে। ’
ম্যাট ব্র্যাডফোর্ড আরো জানিয়েছেন, ‘পুরো মহাবিশ্ব জুড়েই যে পানির অসংখ্য উৎস রয়েছে এটি তারই একটা প্রমাণ। ’
গবেষণার ফল প্রকাশিত হয়েছে 'অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটাস্' সাময়িকীতে।
গবেষকরা জানিয়েছেন, ব্ল্যাকহোল থেকে পাওয়া শক্তি ব্যবহার করে চারপাশের গ্যাস এবং ধুলিকণা শোষণ করে তৈরি হয় কোয়াসার।
আর গ্যাস-ধূলিকণা মিলে বিশাল শক্তির আধার তৈরি হয়। এখান থেকে তৈরি হয়েছে পানির এ জলাধারটি।
গবেষকরা জানিয়েছেন, মহাকাশে খোজ পাওয়া এ জলাধারের পানি মিল্কিওয়ে গ্যালাক্সিতে থাকা পানির চেয়ে ৫ গুণ উষ্ণ এবং ১০ থেকে ১০০ গুণ পর্যন্ত ঘন হতে পারে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ২০০৮ সাল থেকে গবেষকরা এ কাজে ‘জেড স্পেক’ নামের একটি ৩৩ ফুটের টেলিস্কোপ ব্যবহার করেছেন। আর এ গবেষণাস্থল ছিলো হাওয়াই দ্বীপে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।