আমাদের কথা খুঁজে নিন

   

মহাকাশে ইন্টারনেট !!!! (রি পোস্ট)

I always want to enjoy myself

প্রথমবারের মতো মহাকাশ থেকে ইন্টারনেট ব্যবহার করলেন নভোচারীরা। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থানকারী নাসার প্রকৌশলী টিমোথি ক্রিমার ইন্টারনেট ব্যবহার করে এই প্রথম সরাসরি টুইটারে বার্তা পাঠিয়েছেন। আগে মিশন নিয়ন্ত্রকের মাধ্যমে মহাকাশ থেকে টুইটারে বার্তা পাঠানো হতো। নাসার মুখপাত্র কেলি হামফ্রিজ জানান, 'নভোচারীরা পরিবার ও বন্ধুবিহীন মহাকাশে মাসের পর মাস অবস্থান করেন। আমরা বিশ্বাস করি, ইন্টারনেট ব্যবহারের ফলে তাদের সঙ্গে পরিবারের সদস্যদের যোগাযোগ এবং মনোবল বৃদ্ধি পাবে।

সেই সঙ্গে আমাদের কাজ আরো গতিশীল হবে। ' পাঁচ মাসের এ মহাকাশ যাত্রায় ক্রিমারের সঙ্গী হিসেবে রয়েছেন একজন আমেরিকান, একজন জাপানি এবং দুজন রুশ সহকারী। টিমোথি ক্রিমার মহাকাশ থেকে ইন্টারনেট ব্যবহারের প্রযুক্তি নিয়ে কাজ করছিলেন। গত শুক্রবার প্রথমবারের মতো মহাকাশ থেকে ইন্টারনেট ব্যবহারে সক্ষম হন এ প্রকৌশলী। তাঁর নিজস্ব টুইটার অ্যাকাউন্টে পাঠানো প্রথম টুইটার বার্তায় তিনি লেখেন, 'হ্যালো টুইটারবাসী! আমরা এখন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে সরাসরি টুইটারে বার্তা পাঠাচ্ছি।

মহাকাশ থেকে এটিই সর্বপ্রথম টুইটার বার্তা'। সূত্র : এপি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।